পবিত্র কোরআনের একটি আয়াত


Al-Ma'idah المائدة Aya 14:
যারা বলেঃ আমরা নাছারা, আমি তাদের কাছ থেকেও তাদের অঙ্গীকার নিয়েছিলাম। অতঃপর তারাও যে উপদেশ প্রাপ্ত হয়েছিল, তা থেকে উপকার লাভ করা ভুলে গেল। অতঃপর আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি। অবশেষে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন।


 শোনা      শোনা

আরবিতে এই আয়াতের জন্য জালালিন, আল-কুরতুবী এবং ইবনে কাঠিরের ব্যাখ্যা দেখুন